দেবীলাল মাহাত, আড়শা:
আড়শা ২ নং চক্রের সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা এবং শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আড়শা ব্লকের রাঙামাটি হাইস্কুল মাঠে । প্রতিযোগিতার উদ্বোধন করেন আড়শা ব্লকের বিডিও মইন আহম্মদ। এদিন বেলডি, আড়শা, মানকিয়ারী ও হেঁটগুগুই গ্রাম পঞ্চায়েতের ৬৯ টি বিদ্যালয়ের তিনটি গ্রুপের মোট ৩৪টি ইভেন্টে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফি বছর ছাত্র ছাত্রীদের খেলাধূলার বিকাশের পাশাপাশি ক্রীড়া প্রতিভা খুঁজে পাওয়ার লক্ষ্যে শিক্ষা বিভাগ এই খেলা আয়োজন করে থাকে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, আড়শা ২নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শান্তনু পোড়িয়া সহ সমস্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ অভিভাবকবৃন্দ।
Post Comment