নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া : ফের জামতাড়া গ্যাংয়ের সাইবার হামলার শিকার। এবার শিকার পুরুলিয়ার এক বৃদ্ধ দম্পতি। ব্যাংক কর্মী পরিচয় দিয়ে আসে ফোন। এটিএম কার্ড আবার নবীকরণ করে দেওয়ার নাম করে দু লাখ টাকা হাতিয়ে নিল গ্যাং। সোমবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে পুরুলিয়া শহর লাগোয়া দুলমী এলাকার বাসিন্দা বৃন্দাবন মাহাতো জানিয়েছেন ২৪ নভেম্বর দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোনে বৃন্দাবন বাবুকে বলা হয় তার স্ত্রীর এটিএম কার্ডের মেয়াদ শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। সেটি আবার নবীকরণ করতে প্যান কার্ড নম্বর দরকার ল।ফাঁদে পা দিয়ে স্ত্রীর প্যান কার্ড নম্বর পরে নিজের এটিএম কার্ড পুনর্নবীকরণ করতে নিজের প্যান কার্ড নম্বর দিয়ে দেন বৃদ্ধ। এরপর বৃদ্ধের মোবাইলে আসে একটি লিংক। লিংক ক্লিক করতেই ওই দম্পতির চারটি একাউন্ট থেকে লক্ষাধিক থাকা উধাও হয়ে যায়। এরপর অভিযোগ জানাতে সাইবার থানার দ্বারস্থ হন বৃন্দাবন।
Post Comment