নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
ফোন করলেই রেকর্ডেড ভয়েস দিচ্ছে সাবধানবাণী। তবু অজানা লিংক স্পর্শ করা থামছে কই?
বিদ্যুৎ বিলের নামে প্রতারকদের পাঠানো লিংক স্পর্শ করে ব্যাংক থেকে দেড় লাখ টাকা হাপিশ এক যুবকের। ঘটনা পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকায়। সোমবার ওই যুবক পুঞ্চা থানায় অজ্ঞাত পরিচয় প্রতারকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন, শুক্রবার বিদ্যুৎ বিল মেটানোর জন্য তার কাছে একটি মেসেজ আসে।সেখানের একটি লিংকে তিনি স্পর্শ করতে ১০ টাকা বিদ্যুৎ বিল জমা করতে বলা হয়। তা করতেই ফাঁদে পড়ে যান ওই যুবক। তিন ধাপে ১ লাখ ৪৯ হাজার টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয় সাইবার প্রতারকরা। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।
Post Comment