insta logo
Loading ...
×

বাইক আটকে পথডাকাতি লক্ষাধিক টাকা

বাইক আটকে পথডাকাতি লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : পথ আটকে ধারালো অস্ত্র ঠেকিয়ে সিএসপি কর্মীর লক্ষাধিক টাকা ছিনতাই। সোমবার সকালের ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গোলামারা এলাকায়। অভিযোগের পরেই ঘটনার তদন্তে নেমেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে গোলামারা গ্রামের বাসিন্দা জয়দেব মাহাতো বাইকটা গ্রামে একটি সিএসপি কেন্দ্র চালান। প্রতিদিনের মতো সোমবার সকালে তিনি ওই কেন্দ্রটি খোলার জন্য তিন লাখ টাকা সহ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম,নথি পত্র একটি ব্যাগে নিয়ে বেরিয়েছিলেন। জয়দেব বাবুর দাবি, গ্রামের অদূরে ভৈরব স্থানের কাছে ফাঁকা এলাকায় তিন দুষ্কৃতি একটি মোটর বাইকে এসে তার পথ আটকে দাঁড়ায়। তার পর বাইক থেকে নেমে ধারালো অস্ত্র দেখিয়ে ব্যাগটি ছিনতাই করে। দুষ্কৃতীরা যাওয়ার সময় তাকে ধাক্কা মারে মাটিতে ফেলে দেওয়ার ফলে তার হাতে ছোট লাগে। এই ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্তে নেমেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। রাস্তার ধারে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপশি বেস কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা।

Post Comment