অমরেশ দত্ত, কেন্দা:
বসন্তের সূচনার জানান দিয়ে সমগ্র পুরুলিয়াকে রাঙিয়ে দিয়ে যায় পলাশ। লাল পলাশ। পুরুলিয়ার রাস্তায় বিছানো থাকে পলাশের রেড কার্পেট। তবে এবারে বসন্তের চমক সাদা পলাশ। সাধারণত, পুরুলিয়া জেলার বেশিরভাগই পলাশ ফুলের রঙ লাল। সামান্য কিছু হলুদ পলাশ ফুলের দেখা মিললেও সাদা বা শ্বেত পলাশ ফুল খুব কম দেখা যায়। সেই চিত্র দেখা গেল পুঞ্চা ব্লকের কেন্দা থানার রাজনোয়াগড় রোডে। কেন্দা থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই সাদা পলাশের সন্ধান মেলে। সাদা পলাশ দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকদের আগমনের ঢল দেখা যাচ্ছে। এখানে ঘুরতে এসেছিলেন,বর্ধমান সিএমওএইচ অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার মৃত্যুঞ্জয় নন্দী। তিনি বলেন, এখানে ঘুরতে আসা আমার কাছে স্বপ্নের মতো। পাশাপাশি তিনি জানান, এখানে সাদা পলাশ দেখে আমি মুগ্ধ। জানিনা আর কোনদিন আসতে পারবো কিনা। এটি আমার কাছে অন্যতম চিরস্মরণীয় মুহূর্ত।মানবাজার গ্রামীন হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক ডা: স্বপন দাস বলেন, অফিসের নির্দেশে এখানে এসেছি। লাল পলাশ দেখেছি। কিন্তু সাদা পলাশ দেখিনি। আজকে এখানে আমরা সাদা পলাশ দেখে অভিভূত।
কাটোয়ার অশোক হাজরা বলেন, বর্ণনা করার ভাষা নেই, কিন্তু এক কথায় অসাধারণ অভিজ্ঞতা।
Post Comment