insta logo
Loading ...
×

চড়কি সার্বজনীনের বিদায় বেলায় ঢল

চড়কি সার্বজনীনের বিদায় বেলায় ঢল

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: চড়কি সার্বজনীন কালীপুজোর প্রতিমা নিরঞ্জনকে ঘিরে ভিড় উপচে পড়লো। সোমবার ওই বিসর্জনের রোডশোতে আট থেকে আশি প্রত্যেকে অংশগ্রহণ করেন।
বিসর্জন ছিল আলোকমালায় একেবারে রঙিন। বহুপ্রাচীন প্রথা মেনে মানবাজার চড়কি সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে এলাকার কালীপুজোর।

Post Comment