insta logo
Loading ...

দুই শতকের ঐতিহ্যের চড়কে মেতেছে এলাকা

দুই শতকের ঐতিহ্যের চড়কে মেতেছে এলাকা

অমরেশ দত্ত, পুঞ্চা ও মানবাজার :

হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব গাজন। ‌শিবের উপাসনা করা হয় এই উৎসবে। গ্রাম বাংলায় অতি জনপ্রিয় গাজন উৎসব।

চৈত্র সংক্রান্তির দিন থেকে সূচনা হয় মানবাজারের বুধপুর গাজন উৎসব। জেলার ঐতিহ্যবাহী শিব মন্দির প্রাঙ্গণে এই মেলাকে ঘিরে জমজমাট হয়ে উঠে ওই এলাকার চারদিক। একপ্রকার জনপ্লাবন দেখা যায় উৎসবকে কেন্দ্রকরে। এলাকার চড়ক খুবই জনপ্রিয়। তাই দূর-দূরান্ত থেকেই বহু ভক্তের সমাগম হয় এই মেলায়।

বুধপুরের বাসিন্দা রামকৃষ্ণ মোদক, মানবাজার দাসপাড়ার পরেশ পাল প্রমুখ বলেন, “বাংলা বর্ষপূর্তির আগেই সেজে ওঠে সমগ্র মন্দির চত্বর। সারা বছর এই দিনের অপেক্ষায় থাকেন বহু মানুষ। বছরের এই দিনে যেন মিলন উৎসব হয়ে ওঠে বুধপুরের ওই মন্দির প্রাঙ্গণ। “

অন্যদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক মেলায় মেতেছে মানবাজার শালপাড়া। এখানে চড়ক সংক্রান্তিতে মেলা বসে। এই মেলায় আসা পুণ্যার্থীরা পুজো দেন শালপাড়া শিব মন্দিরে। অসংখ্য মানুষের সমাগম হয় এই মেলাকে কেন্দ্র করে। প্রায় ২০০ বছর ধরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে মেলা হয়ে আসছে এখানে। সারারাত ধরে বাউল গান, ছৌ নৃত্য, কীর্তন অনুষ্ঠিত হয়।

Post Comment