দেবীলাল মাহাত , আড়শা:
দুবছর পার, শুরু হয়নি সেতুর সংস্কারের কাজ। ক্ষোভ বাড়ছে এলাকায়। এই পরিস্থিতিতে ভগ্ন সেতুর উপর দিয়ে বিপদের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। অবিলম্বে কাঁসাই নদীর ওপর বেলডি সেতুর সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আড়শা ব্লকের সাথে পুরুলিয়া শহরের সংযোগ স্থাপন করেছে বেলডি সেতু। ২০০১ সালে বাম আমলে কংসাবতী নদীর উপর থাকা সেতুটি তৈরি করে পুরুলিয়া জেলা পরিষদ। সেতুটি তৈরি হওয়ায় আড়শা ব্লকের বেলডি, আড়শা,মানকিয়ারী গ্রাম পঞ্চায়েতের ৩০-৪০টি গ্রামের বাসিন্দাদের পুরুলিয়া শহরের সাথে যোগাযোগ সহজ হয়। এলাকাবাসীর অভিযোগ, তখন থেকে দু’ দশক পেরিয়ে গেলেও আর সেতুর সংস্কার করা হয়নি। উপরন্তু সেতুর গা ঘেঁষে দিনরাত নির্বিচারে তোলা হয়েছে বালি। ২০২১ সালের জুন মাসে সেতুর চাতালের অংশ ভেঙে যায়। সেতুর স্তম্ভের কাছে তৈরি হয় বড় বড় গর্ত। সেতুর অবস্থা বিপজ্জনক বলে প্রশাসন সেই সময় থেকে ভারি গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ব্যস! দায়িত্ব শেষ। তারপর থেকে আর কোনো প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। সেতুর সংস্কার না করার ফলে ২০২৩ সালের আগস্ট মাসে সেতুর মাঝের অংশ বসে যায়। আড়শা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষ পুরুলিয়া শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৩০ কিমি পথ ঘুরে পুরুলিয়া যেতে হচ্ছে । সময় যেমন অনেক লেগে যাচ্ছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি টাকা। সমস্যায় পড়েছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া,আনাজ ব্যবসায়ী থেকে নিত্যযাত্রীরা। অনেকে বিপদের ঝুঁকি নিয়ে বিপজ্জনক সেতুর উপর দিয়ে যাতায়াত করছেন।
তুম্বাঝালদা গ্রামের বাসিন্দা মধুসূদন মাহাত,কুদাগাড়া গ্রামের বাসিন্দা রমেশচন্দ্র মাঝি জানান, ভগ্নপ্রায় সেতু যে কোনো দিন সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। সেতু সংস্কারের জন্য বার বার জেলা প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। অবিলম্বে সেতুটি সংস্কার করা দরকার, বলছেন তারা।
Post Comment