insta logo
Loading ...
×

নাবালকদেরকে দিয়ে অপরাধ! মানবাজারে পুলিশের জালে আন্ত:রাজ্য দুষ্কৃতি দল

নাবালকদেরকে দিয়ে অপরাধ! মানবাজারে পুলিশের জালে আন্ত:রাজ্য দুষ্কৃতি দল

অমরেশ দত্ত ও বিশ্বজিৎ সিং সর্দার, মানবাজার ও বলরামপুর :


তাদের টার্গেট থাকতো বিভিন্ন মেলা। কিংবা হাট-বাজার। আর অপারেশনে
থাকতো বালক-বালিকারা। কিন্তু শেষ রক্ষা হলো না। মানবাজারের পুলিশের জালে ধরা পড়ে গেল আন্ত: রাজ্য দুষ্কৃতী দল। পুঞ্চা থানার বুধপুর গ্রামের অদূরে কংসাবতী নদীর তীরে মাকুড়ি মেলায় অপারেশন চালিয়ে তারা পুলিশের জালে ধরা পড়ে যায়। এই ঘটনায় পুলিশ মোট ১১ জনকে গ্রেফতার করেছে । বাজেয়াপ্ত করা হয়েছে দুটি চার চাকার গাড়ি, ছটি চোরাই মোবাইল, দুটি ধারালো অস্ত্র। সেই সঙ্গে ওই দুষ্কৃতী দলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকের বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার পাড়কিডি গ্রামে। উদ্ধার হওয়া ওই তিন নাবালিকাকে পুলিশের সহায়তায়
শিশু সুরক্ষা কমিটির কাছে তুলে দেওয়া হয়। যাদের ঠিকানা এখন সরকারি হোম। ধৃতদেরকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চারজনের সাতদিন পুলিশ হেফাজত হয়। বাকি আটজনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার এলাকা থেকে ওই দুটি চার চাকার গাড়িকে আটক করে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় মানবাজার থানার পুলিশ। পুলিশ জানতে পেরেছে ওই দুটি ভাড়া করা গাড়ি নিয়ে বিভিন্ন মেলাতে ওই দুষ্কৃতী দলটি অপারেশন চালাত। রীতিমতো মানুষজনের ভিড়ে মিশে থেকে মোবাইল, মানিব্যাগ ছাড়া সোনার অলঙ্কার ছিনতাই করতো। এই ছিনতাই অপারেশনে যাতে কারও সন্দেহ না হয় সেজন্য শামিল করা হতো বালক-বালিকাদেরকে। আন্ত: রাজ্য দুষ্কৃতী দলটি বাংলা ছাড়াও ঝাড়খন্ড, ওড়িশা সহ একাধিক রাজ্যে অপারেশন চালাতো।

Post Comment