insta logo
Loading ...
×

ক্রিকেটে রক্তদান

ক্রিকেটে রক্তদান

অমরেশ দত্ত, রঘুনাথপুর:

একদিকে ক্রিকেট অন্যদিকে রক্তদান শিবির৷ অভিনব উদ্যোগ রঘুনাথপুর ২ নং ব্লকের নুতনডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের। তাদের পরিচালনায় আয়োজিত হল নুতনডি অঞ্চল কাপ ও স্বেচ্ছায় রক্তদান শিবির। সোমবার নুতনডি দর্জিপাড়া ময়দানে ফাইনালে মুখোমুখি হয় কাশিবেড়িয়া বুলেট একাদশ ও নুতনডি দর্জিপাড়া একাদশ। এই প্রতিযোগিতায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এদিন নুতনডি দর্জিপাড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাশিবেড়িয়া বুলেট একাদশ। তিন দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।পাশাপাশি এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন শিবিরে মোট ৩২ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন নুতনডি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বুলেট বাউরী, রঘুনাথপুর ২ নং ব্লক সভাপতি সঞ্জয় মাহাতা, জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখার্জী সহ বিশিষ্টজনেরা।

Post Comment