insta logo
Loading ...
×

কনস্টেবলের ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমেরঅশ্লীল পোস্ট, মামলা রুজু

কনস্টেবলের ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমেরঅশ্লীল পোস্ট, মামলা রুজু

নিজস্ব প্রতিনিধি, পাড়া: সাধারণ কেউ নন। একেবারে পুলিশ কর্মীর ভুয়ো একাউন্ট খুলে সামাজিক মাধ্যমে অশ্লীল পোস্ট! আর তা নজরে আসতেই মামলা। তবে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাড়া থানায় মামলা করছেন ওই পুলিশ কর্মী। মঙ্গলবার ওই কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ একটি মামলা রুজু করে। ওই মামলার তদন্ত শুরু করেছে পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক নাগ। পাড়া থানায় কর্মরত ওই পুলিশ কর্মীর অভিযোগ, সোমবার সকালে তিনি তার মোবাইল ফোন খুলে দেখেন তার নামে একটি ভুয়ো একাউন্ট কেউ বা কারা খুলেছে। এবং ওই একাউন্ট থেকে বিভিন্ন অশ্লীল পোস্ট করা চলছে। সঙ্গে সঙ্গে তিনি পাড়া থানায় জানান। পুরুলিয়া সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে। আপাতত ওই ভুয়ো একাউন্টটি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কোম্পানিকে বার্তা পাঠিয়েছে পুলিশ।

Post Comment