insta logo
Loading ...
×

গৃহহীন ঘর পাক, বিক্ষোভ মানবাজারে

গৃহহীন ঘর পাক, বিক্ষোভ মানবাজারে

অমরেশ দত্ত, মানবাজার:

পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও সিটু’র পক্ষ থেকে আজ মঙ্গলবার মানবাজার ১ নং ব্লকের বিডিও অফিসে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো। হলো মিছিল। গৃহহীন পরিবারদের ঘরের ব্যবস্থা, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, এলাকার মুল রাস্তাগুলোর সারাইয়ের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি নিয়ে আজ মঙ্গলবার মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাম্যপ্যারী মাহাতো, সিপিআইএম জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা।

Post Comment