অমরেশ দত্ত, মানবাজার:
সিপিআইএম মানবাজার পূর্ব এরিয়া কমিটির তৃতীয়তম সম্মেলন আয়োজিত হল মানবাজারে
মানবাজার ১ নং ব্লকের ধানাড়া অঞ্চলের হরিহরপুর গ্রামের হরিহরপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে সম্মেলন অনুষ্ঠিত হলো। রবিবার আয়োজিত হয় সিপিআইএম মানবাজার পূর্ব এরিয়া কমিটির তৃতীয়তম সম্মেলন। এদিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাম্যপ্যারী মাহাতো। উপস্থিত ছিলেন সিপিআইএম দলের প্রাক্তন জেলা সম্পাদক মনীন্দ্র গোপ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ত্রিদিব চৌধুরী, বিমলেন্দু কোনার, জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী, সাম্যশান্তি মাহাতো, মানবাজার পূর্ব এরিয়া কমিটি সম্পাদক সুদীপ চৌধুরী সহ দুই শতাধিক নেতাকর্মী।
Post Comment