নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
হুড়ার পর কেন্দা। ফের গরু পাচার রুখল পুলিশ। ঘটনায় চারজন গ্রেফতার। আটক করা হয়েছে সাতটি বাছুর। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার খাজুরডি এলাকার বাসিন্দা লাল্টু শেখ ও তুফান শেখ এবং মানবাজার থানার গোঁসাইডি ও পাথরকাটা গ্রামের বাসিন্দা যথাক্রমে নবাব গোপ ও বিমল ওরাং। রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তাদের। প্রথম দুজনের তিন দিনের পুলিশ হেফাজত হয়। বাকি দুজনের ১৪ দিনের জেল হেফাজত হয়।
শনিবার দুপুরে কেন্দা থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় যে, একটি মোটর চালিত ভ্যানে কয়েকটি বাছুর চাপিয়ে মানবাজারের দিক থেকে চাঁদড়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের একটি দল পেঁচাড়া গ্রামের কাছে ওই মোটর ভ্যানটি আটক করে। চালকের কাছে কাগজপত্র কিছুই ছিল না। তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিন রাতে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে চারজনকে গ্রেফতার করে কেন্দা থানার পুলিশ। আটক করা সাতটি বাছুরের দায়িত্ব আপাতত এক কৃষককে দেওয়া হয়েছে।
Post Comment