নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
দরজার ফাঁক থেকে দম্পতির ঘনিষ্ট মুহূর্তের ভিডিও তুলে ভাইরালের অভিযোগে শিক্ষানবিশ এক ছৌ শিল্পীকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম প্রসেনজিৎ কুমার। তার বাড়ি কোটশিলা থানার টাটুয়াড়া গ্রামে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
শুক্রবার কোটশিলা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তি পুলিশকে জানান বৃহস্পতিবার রাতে তাদের স্বামী – স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও মোবাইলে রেকর্ড করে সেটি ভাইরাল করে দেওয়া হয়েছে। এর পরেই পুলিশ তথ্য প্রযুক্তি আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয় মোবাইল ফোনটি।
Post Comment