insta logo
Loading ...
×

একই দড়িতে ঝুলন্ত যুগল, সাঁতুড়িতে চাঞ্চল্য

একই দড়িতে ঝুলন্ত যুগল, সাঁতুড়িতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানা এলাকায় প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই থানার তালবেড়িয়া গ্রামের বছর উনিশের যুবক রাহুল মুর্মু এবং হুড়া থানার ধাদকিটাঁড় গ্রামের কিশোরী সুমিতা মুর্মু কয়েকদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল।

পরিবারের দাবি, দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ওই সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। রাহুল সম্প্রতি সুমিতাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সম্পর্ক নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপরই গত সোমবার যুবক-যুবতী নিখোঁজ হয়ে যায়।

তাদের খোঁজে পরিবার বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও কোনও সন্ধান মেলেনি। অবশেষে শনিবার রাতে তালবেড়িয়া গ্রামের অদূরের একটি জঙ্গল থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুটি দেহ উদ্ধার করে। দেহে পচন ধরে গিয়েছিল বলে জানায় তদন্তকারী দল।

রবিবার দুপুরে দুটি দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Post Comment