নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
রাস্তায় গরুর পাল ঘটালো পথ দুর্ঘটনা। মর্মান্তিক পরিণতি দম্পতির। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া – ধানবাদ ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্বল থানার আইমুন্ডি এলাকায়। মৃত দম্পতি গৌরীনাথ সরকার (৫৩) এবং শিপ্রা সরকার (৪৯)। তারা পুরুলিয়া শহরের জে কে কলেজ রোডের কেতিকা এলাকার বাসিন্দা। সোমবার রাতে ওই দম্পতি বাইকে করে চাষমোড়ের দিক থেকে পুরুলিয়ার দিকে আসছিলেন। আর সোমবার ছিল জয়পুরের বড়টাঁড় হাট। সেই হাট থেকে একপাল গরু জাতীয় সড়কের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল কয়েকজন বিক্রেতা। হঠাৎ কয়েকটি গরু চলন্ত বাইকটিকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে বাইকটি। আর ঠিক সেই সময় অজ্ঞাত পরিচয় একটি গাড়ি পেছন দিক থেকে এসে তাদের ধাক্কা মেরে চলে যায়। দম্পতিকে সদর হাসপাতালে আনা হলেও আর কিছুই করার ছিল না।
Post Comment