অমরেশ দত্ত, পুঞ্চা:
সংঘ নেত্রীরা দুর্নীতি করেছেন। এমন অভিযোগ তুলে পুঞ্চা ব্লকের কেন্দা থানার জামবাদ কংসাবতী মহিলা স্বনির্ভর দল একত্রিতভাবে পুঞ্চা ব্লকের বিডিও অফিসে সামনে বিক্ষোভ দেখালো। মহিলা সমিতির অভিযোগ, “দীর্ঘদিন ধরে দুর্নীতি করে চলেছেন সংঘের সাতজন সদস্যা। তাই আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা করলাম। ” পুঞ্চা ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ চ্যাটার্জী জানান, “আমার কাছে লিখিত অভিযোগ জমা হয়েছে আমি এই বিষয়ে খতিয়ে দেখছি।”
Post Comment