অমরেশ দত্ত, মানবাজার:
পরনে সেই গাউন, মাথায় মর্টারবোর্ড টুপি। এ যেন কোন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। অথচ তা নয়৷ সমাবর্তন ঠিকই, তবে তা একটি প্রাথমিক বিদ্যালয়ের। সমাবর্তন, স্নাতক সমাবর্তন, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, সেরা মায়েদের সম্মাননা জ্ঞাপন ও পড়ুয়াদের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ পালকের পুরস্কার প্রদান উপলক্ষে সেজে উঠেছিল গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহ সভাপতি দিলীপ পাত্র, মানবাজার ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা, স্বপন সুব্রত হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলোৎপল দত্ত, শিক্ষা বন্ধু বিপ্লব দাস, প্রশিক্ষক বদরুদ্দিন আনসারী সহ এলাকার অভিভাবক, অভিভাবকা এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক – শিক্ষিকা তুষার কান্তি নায়ক, বিনয় বেশরা, সুতপা মাঝি ও সৌরভ মহান্তি। এ দিন স্কুলের পক্ষ থেকে সকলের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল বলে জানান প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।
Post Comment