insta logo
Loading ...
×

পুরুলিয়া পৌরসভার সিদ্ধান্ত ঘিরে চূড়ান্ত বিতর্ক!

পুরুলিয়া পৌরসভার সিদ্ধান্ত ঘিরে চূড়ান্ত বিতর্ক!

বিশ্বজিৎ সিং সর্দার , পুরুলিয়া:

বিরাট সিদ্ধান্ত পুরুলিয়া পৌরসভার বোর্ডের বৈঠকে। পুরুলিয়া শহরে পণ্যবাহী গাড়ি ঢুকলে কর নেবে পুরসভা। আর এই সিদ্ধান্ত বিতর্ক তৈরি করেছে পুরুলিয়া শহরে। পুরুলিয়া পুরসভার দাবি, নিয়ম অনুযায়ী তারা এই কর নিতে পারেন। অন্যদিকে গাড়ির চালক, খালাসি, কনডাক্টর থেকে মালিক সকলেরই বক্তব্য এই কর নেওয়া উচিত নয় পুরসভার।

পুরসভার কোষাগারের ভাঁড়ে মা ভবানী অবস্থা ঘোচাতে নিয়ম মেনে এই উদ্যোগ নিতে চাইছে পুরুলিয়া পৌরসভা।
পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু
মাহালি বলেন, ” পুরুলিয়া শহরে যে সকল পণ্যবাহী গাড়ি ঢুকছে সেই সব গাড়ির কাছ থেকে আমরা কর নেওয়ার চিন্তা-ভাবনা করছি। তবে এই ব্যবস্থা চালু করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনের বিষয় কী কী আছে সেসব দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিভিন্ন জায়গায় পণ্য ওঠা-নামার জন্য নিয়মিত শহরে যানজটও হচ্ছে। পুরসভা কর নেওয়া শুরু করলে শহরের যত্রতত্র পণ্য ওঠা নামাও বন্ধ হবে। ট্রেকারের খালাসি ঝাড়খণ্ডের চন্দনকেয়ারির লালু মাহাতো বলেন, “যাত্রীদের ব্যাগপত্র তো ট্রেকারের মাথায় চাপিয়ে নিয়ে যেতে হবে? ব্যাগপত্র না নিয়ে গেলে যাত্রীরা ভাড়া আমাদেরকে কেন দেবেন?”
অন্যদিকে অভিযোগ উঠছে, পুরুলিয়া পুরসভা পরিষেবা দিতে পারছে না। নোংরা হয়ে আছে শহর। অন্যদিকে কর নেওয়ার কথা ভাবছে।”

পুরুলিয়া জেলা ট্রাক ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমিত ঘোষের কথায়, “এই বিষয়ে কোন বিজ্ঞপ্তি জারি হয়নি। আগেও এমন ব্যবস্থা চালু হয়েছিল। পরে তা বন্ধ করে দেওয়া হয়।”

Post Comment