নিজস্ব প্রতিনিধি, বোরো :
পুলিশ ফাঁড়িতে গড়ে উঠছে শৌচাগার। পঞ্চদশ অর্থ কমিশন থেকে ১৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে এই কমিউনিটি টয়লেটের জন্য। সেই কাজেরই সূচনা হলো মানবাজার ২ নং ব্লকের জামতোড়িয়া পুলিশ ফাঁড়িতে। পুরুলিয়ার বোরো থানার জামতোড়িয়া পুলিশ ফাঁড়িতে রবিবার ওই টয়লেটের কাজের সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের পূর্ত-কার্য-পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো।
দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের দাবি ছিল পুলিশ ফাঁড়িতে গড়ে উঠুক শৌচাগার। সেই দাবি মেনে পুরুলিয়া জেলা পরিষদ এই প্রকল্পে হাত দেয়। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে এই প্রকল্পের কাজ । এই প্রকল্প থেকে পুরুলিয়া সদর মহিলা থানাতেও কমিউনিটি টয়লেট গড়ে উঠছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো বলেন, ” পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় আমরা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কমিউনিটি টয়লেট গড়ে তুলছি। “











Post Comment