insta logo
Loading ...
×

সংবিধান দিবস উদযাপন

সংবিধান দিবস উদযাপন

অমরেশ দত্ত, আড়ষা:

১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদ গ্রহণ করেছিল ভারতের সংবিধান। সেই দিনটি স্মরণে রাখতে নেহরু যুব কেন্দ্রের আয়োজনে ও মহুলবন নামক সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় পুরুলিয়া জেলার প্রত্যন্ত আড়ষা ব্লকের কান্টাডিতে উদযাপিত হল সংবিধান দিবস। কান্টাডি এলাকার পাশাপাশি গ্রাম নিপানিয়া-গোহালডাঙ্গ-কুমিরডিহা-জুরি প্রভৃতি আদিবাসী গ্রামের যুবক যুবতীরা অংশ নিয়েছিল অনুষ্ঠানে। ভারতের সংবিধানের উদ্দেশ্য, গুরুত্ব ও নিয়মাবলি সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত অতিথিরা। মহুলবন সামাজিক সংস্থার সম্পাদক নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান এদিনের অনুষ্ঠানে আলোচনা সভা, র‍্যালি, ক্যুইজ প্রতিযোগিতা, কৃতি সংবর্ধনা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাশিস মোদক, শিক্ষক ও কবি রাহুল মাহান্তী, সমাজসেবী কুঞ্জ সিংহ সর্দ্দার সহ আরও অনেকে৷ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগ ও মহুলবনের পরিচলানায় এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুশি এলাকার মানুষ।

Post Comment