insta logo
Loading ...
×

পুলিশ লাইনে স্মরণ সভা! কী হলো হঠাৎ

পুলিশ লাইনে স্মরণ সভা! কী হলো হঠাৎ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : তারিখটা ছিল ১৯৫৯-এর ২১ অক্টোবর। লাদাখে অ্যামবুশ চালানোর সময় ভারতীয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানদের ওপর হামলা চালায় চিনা বাহিনী। তুমুল সংঘর্ষে ১০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। সাতজন জওয়ানকে বন্দি করে চিনা বাহিনী। সে এক রোমহর্ষক অভিযান। বন্দি জওয়ানরা চিনা বাহিনীর খপ্পর থেকে পালিয়ে আসেন। শহিদ পুলিশ কর্মীদের দেহ ভারতের হাতে ফিরিয়ে দেয় চিন।প্রায় একমাস পর। ১৯৫৯-এর ২৮ নভেম্বর। লাদাখের উষ্ণ প্রস্রবনের সামনে পূর্ণ মর্যাদায় শহিদ পুলিশ কর্মীদের শেষকৃত্য সম্পন্ন করে ভারত। তারপর থেকে প্রতি বছর ২১ অক্টোবর দিনটি পুলিশ শহিদ স্মৃতি দিবস হিসেবে পালন করা হয় দেশজুড়ে। দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত শহিদ পুলিশ কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের শ্রদ্ধা জানানো হয়। পুরুলিয়া পুলিশ লাইনে মর্যাদা সহকারে আজ সোমবার পালিত হলো পুলিশ শহিদ স্মৃতি দিবস বা কমেমরেশন ডে। উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান ) যোধাবর অবিনাশ ভীম রাও, ডি এস পি পদমর্যাদার আধিকারিকরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Post Comment