insta logo
Loading ...
×

আজ করম, দাঁসাই, টুসু, রাইবেঁশে দেখতে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে আসুন

আজ করম, দাঁসাই, টুসু, রাইবেঁশে দেখতে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে আসুন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বিগত ১৩ বছরের রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতেই এবারও পুরুলিয়ায় শুরু হলো বাংলা মোদের গর্ব। রবিবার থেকে শুরু হওয়া এই বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান ৩ দিন চলবে। মঙ্গলবার এই অনুষ্ঠানের শেষ দিন। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ময়দানে এই সাংস্কৃতিক কার্যক্রমে মেলা, প্রদর্শনী, এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলছে। রবিবার বিকালে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পুরুলিয়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, ” রাজ্য সরকারের বিগত ১৩ বছরের উন্নয়নমূলক কাজ ও বাংলার সংস্কৃতিকে তুলে ধরা এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও প্রথম দিনই ব্যাপক সাড়া মেলে।”

আজ একক লোকগীতি, ছাড়াও কোরক নাট্য সংস্থার একটি নাটক রয়েছে সরকারের উন্নয়নমূলক কাজের বিষয়ে। সেই সঙ্গে রয়েছে কবিতা পাঠ, করম নৃত্য, দাঁসাই নৃত্য, টুসু, এমনকি মুর্শিদাবাদের রায়বেঁশে নৃত্য। শেষ দিন মঙ্গলবার রয়েছে ছৌ ও নাটুয়া নাচ।

Post Comment