নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :
পুরুলিয়ায় শীত এবার কার্যত জমে উঠেছে। বৃহস্পতিবারের তুলনায় আরও নামল রাতের পারদ। কৃষি দফতর জানিয়েছে, শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ঠেকল মাত্র ৬ ডিগ্রি সেলসিয়াসে। মরশুমের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এই দিনে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ক্রমাগত পতনের ফলে ভোরবেলা জেলাজুড়ে কুয়াশার পরত আরও ঘন হচ্ছে। শুষ্ক ও ঠান্ডা উত্তরী হাওয়ার জেরে রাতের শীতের দাপট বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ আরও নামতে পারে— তারই প্রতিফলন মিলছে পুরুলিয়ায়।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সকালে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা তুলনামূলকভাবে কম। কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে গাড়িচালকদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।





Post Comment