দেবিলাল মাহাতো, আড়শা :
বিষাক্ত গোখরো সাপ উদ্ধার হলো আড়শা এলাকায়। সোমবার দুপুরে আড়শা থানার আহাড়রা গ্রামের এক গৃহস্থের বাড়িতে একটি গোখরো সাপ দেখা গেছে। এমন খবর পেয়ে পুরুলিয়া বন বিভাগের আড়শা রেঞ্জ থেকে আহাড়রা গ্রামে চলে আসেন বন কর্মীরা। উদ্ধার করার পর বন দফতরের কর্মীরা সাপটিকে জঙ্গলে ছেড়ে দেন।
Post Comment