insta logo
Loading ...
×

বদলে যাওয়া অযোধ্যায় ম্যারাথন সাফাই

বদলে যাওয়া অযোধ্যায় ম্যারাথন সাফাই

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা পাহাড় :

বদলে যাওয়া অযোধ্যা পাহাড়ে অন্য ছবি দেখা গেল ম্যারাথন শেষে। অযোধ্যায় জঞ্জাল সাফাই করলেন পুলিশ কর্মীরা। ম্যারাথন উৎসব বিপুল জঞ্জাল জড়ো করেছিল রূপসী বাংলা অযোধ্যায়। রবিবার দিনভর সেই আবর্জনা সাফ করে পুলিশ কর্মীরা ফিরিয়ে দিলেন অযোধ্যার ক্লিন গ্রিন রূপ। লক্ষ্য, একটাও কাগজের কাপ, একটাও পলিব্যাগ, একটাও প্লাস্টিক টুকরো যেন পড়ে না থাকে। সাফাই শুরু হয় অযোধ্যা হিলটপ থেকে। জঙ্গলের পথ ধরে একেবারে আপার ড্যাম পর্যন্ত । ম্যারাথনের মিডিল পয়েন্ট ছিল সেই আপার ড্যাম এলাকাতে। স্বয়ং পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রবিবার দিনভর সুন্দরী অযোধ্যাকে সাফ সুতরো করলেন পুলিশ কর্মীরা।

শনিবারের নাইট ম্যারাথনের দর্শন যেমন ‘রান ফর অ্যাডভেঞ্চার’ ছিল, তেমনই ছিল ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ও। ম্যারাথন শেষ হয়েছে সফল ভাবে। আর সেই সাফল্য তখনই পূর্ণতা পাবে যখন অযোধ্যা পাহাড় প্লাস্টিক, পলিথিন থেকে মুক্ত হবে। তাই রবিবার একেবারে বিকাল পর্যন্ত চলল স্বচ্ছ সবুজ অযোধ্যা অপারেশন।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,” রবিবার সকাল থেকে সাফাই অভিযান শুরু হয়। নাইট ম্যারাথন শেষে অযোধ্যা যাতে একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। সেই লক্ষ্যেই আমরা এই কর্মসূচি হাতে নিই।”

এ অযোধ্যা বদলে গেছে। আগে সন্ধ্যাতেই রাত নামতো সেখানে। এখন সেখানে রাত দখল করছে নবীন প্রজন্ম। বাংলার বুকে ইতিহাস গড়ে নাইট ম্যারাথন সেই পরিবর্তনকেই জন সমক্ষে আনল।

নাইট ম্যারাথনে ঘন জঙ্গলে থাকা বন্যপ্রাণের যাতে কোনরকম অসুবিধে না ঘটে সেই লক্ষ্যে ম্যারাথনের দৌড় পথে তেমন কোনো আলো ছিল না। ক্যাম্প ফায়ার পথ দেখিয়েছে। অরণ্য পথে কোন সাউন্ড সিস্টেমও ব্যবহার করা হয়নি। পরিবেশবন্ধুতার যে ঠিকানা দেখিয়েছিল নাইট ম্যারাথনের মেগা ইভেন্ট তা পূর্ণতা পেল সাফাই অভিযানে।

Post Comment