insta logo
Loading ...

সাফাই শুরু সোমে, পারবেলিয়ায় ছটের প্রস্তুতি

সাফাই শুরু সোমে, পারবেলিয়ায় ছটের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: আলোর উৎসব পার না হতেই ছটের প্রস্তুতি শুরু হয়ে গেল খনি অঞ্চল নিতুড়িয়ায়। ইতিমধ্যেই নিতুড়িয়া পঞ্চায়েত সমিতি পারবেলিয়া ছট ঘাট পরিদর্শন করে সাফাই কাজে আর্থিক বরাদ্দ করেছে। পঞ্চায়েত সমিতি জানিয়েছে, আগামী সোমবার থেকে ঘাট সাফাই সহ রঙের কাজ চলবে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, ” আমরা পারবেলিয়া ছট ঘাট পরিদর্শন করে এসেছি। যেখানে যা বন্দোবস্ত করা প্রয়োজন সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে ওই ঘাট সাফাই সহ রঙের কাজ চলবে। এই কাজে পঞ্চায়েত সমিতির ২ লাখ টাকা বরাদ্দ করেছে।”

ফি বছর নিতুড়িয়ার পারবেলিয়া এলাকায় ছট উৎসবে হাজার-হাজার মানুষ শামিল হন। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির একটি প্রতিনিধি দল ওই ঘাট এলাকা পরিদর্শন করে। আগামী ৭ই নভেম্বর ছট। ওই উৎসবে পারবেলিয়া ছট ঘাটে প্রায় ২০ হাজার মানুষ শামিল হন। শালতোড় গ্রাম পঞ্চায়েত ছাড়াও ভামুরিয়া, সরবড়ি, দীঘা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মানুষজন এই উৎসবে অংশ নেন। সমিতির পরিদর্শনে ছিলেন শালতোড় গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান
সুমিতসাগর প্রসাদ যাদব।

Post Comment