নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
দুই বাইকের ধাক্কায় জখম সিভিক ভলেন্টিয়ার। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার কেন্দা থানার কেন্দা মিশনের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার জেরে মাথায় চোট পান কেন্দা থানার সিভিক ভলেন্টিয়ার অরূপ মজুমদার। পুলিশের পক্ষ থেকে তাঁকে দ্রুত রাজনোওয়াগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। মাথায় সেলাই পড়েছে তাঁর। অন্য বাইকটির আরোহী পারবাইদ গ্রামের বলরাম গঁরাই সামান্য চোট পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Post Comment