নিজস্ব প্রতিনিধি, মানবাজার : সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের। আর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতাল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লেখা চিঠিতে এমনই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন মানবাজার গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক।
এতদিন তাও জেলার হাসপাতালগুলির নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থায় সিভিক ভলেন্টিয়াররা নিযুক্ত ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সিভিকদের। তাহলে নিরাপত্তার কী হবে? প্রায় হর দিন হাসপাতালে বিক্ষোভ হচ্ছে, নিগ্রহ করা হয় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের। সিভিক মুক্ত হাসপাতালের নিরাপত্তা সামলাবে কে? রাজ্যের সেই পরিকাঠামো কি রয়েছে?
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর উঠছে প্রশ্নগুলি। সম্প্রতি কলকাতার আর জি কর মেডিকেল কলেজের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকারের সিভিক নীতি। সর্বোচ্চ আদালতের নির্দেশ হাসপাতাল, স্কুল এইসব স্থানে ডিউটি দেওয়া যাবে না সিভিক ভলেন্টিয়ারদের। এই নির্দেশ কার্যকর হতেই আশঙ্কা দেখা দিয়েছে হাসাপাতালগুলির নিরাপত্তা নিয়ে। মানবাজারের বিএমওএইচ সরাসরি সিএমওএইচকে চিঠি দিয়ে উপযুক্ত নিরাপত্তার আর্জি জানিয়েছেন।

সিভিক মুক্ত হাসপাতাল ভুগছে নিরাপত্তাহীনতায়
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment