insta logo
Loading ...
×

সিভিক তৎপরতায় বাঁচল প্রাণ

সিভিক তৎপরতায় বাঁচল প্রাণ

নিজস্ব প্রতিনিধি, আড়শা : সাইকেলকে ধাক্কা মোটরবাইকের। গুরুতর জখম ৩ জন। দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার আড়শা থানার শালুইডহর মোড়ের কাছে৷ দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে মোড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে যান। তাদেরই উদ্যোগে আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

Post Comment