insta logo
Loading ...
×

এবার কমিটি রুখবে দুর্ঘটনা!

এবার কমিটি রুখবে দুর্ঘটনা!

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর : প্রচার চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। অথচ জাতীয় সড়কে বাড়ছে দুর্ঘটনা।প্রচারের ঢক্কা নিনাদই কি সার? কোনোভাবেই যে কমছে না পথ দুর্ঘটনা। এবার দুর্ঘটনা রুখতে জনসচেতনতা গড়ে তুলতে এবং প্রশাসনের কাছে পথ নিরাপত্তার দাবি তুলতে বলরামপুরে গঠিত হল বলরামপুর নাগরিক সুরক্ষা কমিটি।সাধারন মানুষকে সাথে নিয়ে এই কমিটি আগামী দিনে নানা কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

সংগঠনের সভাপতি হিকিম চন্দ্র মাঝি জানান,বলরামপুরের একটি বিদ্যালয়ে এ বিষয়ে একটি নাগরিক সভার আয়োজন করা হয়।তাতে বিভিন্ন এলাকার সম্মিলিত একটি কমিটি গঠন হয়।এই কমিটি আগামী দিনে পথ সুরক্ষা নিয়ে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি নিয়ে সরব হবে। তাঁর দাবি, জাতীয় সড়কের উপর বা রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বহু কিশোরের প্রাণহানি হয়েছে। বেপরোয়া যান চলাচলের জন্য মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। এই মুহূর্তে এই প্রবণতা রুখতে না পারলে আগামী দিনে পথ নিরাপত্তা এক ভয়াবহ রূপ নেবে। তাতে বহু মানুষের মৃত্যু ঘটবে। বহু মায়ের কোল খালি হয়ে যাবে। তাই এখন না ব্যবস্থা নিলে আগামী প্রজন্মের বড় ক্ষতির মুখে চলে যাবে। এ জন্য পথ নাটক আয়োজন থেকে স্কুলে স্কুলে প্রচার ও প্রশাসনকে মদ্যপ চালকদের উপর কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হবে।

এছাড়া তিনি বলেন ‘ ড্রিংক অ্যান্ড ড্রাইভ’ রুখতে, বিশেষ যন্ত্র দিয়ে চিহ্নিতকরণের এবং বেপরোয়া গতিতে চালানো গাড়িগুলিকে আধুনিক ক্যামেরার মধ্য দিয়ে চিহ্নিতকরণের ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জন্য পুলিশ প্রশাসনের কাছে বিশেষ দাবি জানাবে কমিটি।

Post Comment