নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
আর করা হল না বড়দিনের পিকনিক। পিকনিকের জন্য বাজার করতে গিয়েছিল দুই যুবক। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাদের। বুধবার বড়দিনের সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়া – বরাকর রাজ্যে সড়কের পাশে নতুনডি গ্রামের অদূরে। মৃতরা হলো রঘুনাথপুর থানার পাবড়া গ্রামের তাপস বাউরি (২৭) ও এই থানারই নারাগড়িয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মল্লিক (২৬)। সড়কের পাশে বাইক সহ তাদের পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় থানায়। পুলিশ তাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক জানান ওই দুই যুবকই মৃত। মৃতদেহ দুটি ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Comment