insta logo
Loading ...
×

মিষ্টি আলু চাষে দিশা দেখাচ্ছে ছোলাগোড়া গ্রাম

মিষ্টি আলু চাষে দিশা দেখাচ্ছে ছোলাগোড়া গ্রাম

অমরেশ দত্ত, বলরামপুর :

পুরুলিয়া জেলার রুখামাটিতে বৃষ্টির অভাবে ভালো চাষ হয়না। অন্যদিকে বিকল্প চাষের ক্ষেত্রে প্রযুক্তির অভাবে দিশাহীন থাকেন জঙ্গলমহলের চাষিরা। এবারে আটি পুয়াল মাশরুম ওপিসি প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ডঃ অমরেশ মাহাতোর উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে বলরামপুরের ছোলাগড়া গ্রামের আদিবাসী চাষীরা সফল হয়েছেন। তাদের সাফল্য এসেছে সুইট পটাটো চাষে। সুইট পটেটো অর্থাৎ মিষ্টি আলু। মিষ্টি আলু একটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেই মিষ্টি আলু চাষে এবার দিশা দেখাচ্ছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের আদিবাসী চাষিরা। বুধবার তাদের এই সাফল্যের কাহিনী শুনতে এবং তাদের উন্নত প্রযুক্তির কথা সরেজমিনে খতিয়ে দেখতে বলরামপুরের ছোলাগোড়া গ্রামের উপস্থিত হন ICAR-CTCRI কেরালা-র ডিরেক্টর ড. জি বাইজু ও ICAR-CTCRI ভুবনেশ্বরের প্রিন্সিপাল সায়েনটিস্ট ড. এম নেদুনচেজহিয়ান। তারা চাষিদের সঙ্গে কথা বলেন এবং সরেজমিনে খতিয়ে দেখেন সুইট পটেটো চাষের জমি। ড. জি বাইজু কৃষকদের এই চাষের বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি ড. অমরেশ মাহাতো বলেন, আগামী দিনে পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহলে কৃষি বিপ্লব আসতে চলেছে এই বিকল্প কৃষির হাত ধরেই।

Post Comment