insta logo
Loading ...
×

শিশু দিবস উদযাপনে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে বর্ণময় অনুষ্ঠান

শিশু দিবস উদযাপনে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে বর্ণময় অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

শিশু দিবস উপলক্ষে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হল এক বর্ণময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং শিশুদের প্রিয় ‘চাচা নেহরু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শুরু হয় দিনভর এই উদযাপন।

বিদ্যালয়ের পড়ুয়ারা গান, নাচ, আবৃত্তি ও ছড়ার গান পরিবেশন করে অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তোলে। বিশেষ আকর্ষণ ছিল শ্রীমদ রাজচন্দ্র মিশনের ‘লাভ অ্যান্ড কেয়ার’ শাখার উদ্যোগে পড়ুয়াদের নতুন জামা, প্যান্ট ও ফ্রক বিতরণ। এই অভাবনীয় উপহারে আপ্লুত হয়ে ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা জানায়।

এছাড়া চুঁচুড়ার অমিয় কুমার রায় ও আরতী রায়ের সহযোগিতায় পরিবেশিত হয় সুস্বাদু তিথিভোজ — স্যালাড, বাসন্তী পোলাও, কাশ্মীরি আলুর দম, মাংস, চাটনি, মিষ্টি ও পাঁপড়ের মেনুতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদেরও ছিল উপচে পড়া আনন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার মথন চন্দ্র মাহাতো, শিক্ষিকা সুজাতা খান, ঝিনুক পাত্র, বাণী মণ্ডল, মঞ্জরী দত্ত, প্রিয়াঙ্কা রায়, বাপ্পা রায়, দীপু প্রামাণিক সহ বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র সকলকে ধন্যবাদ জানিয়ে শিশু দিবস উপলক্ষে শিশুদের অধিকার ও স্বপ্নের প্রতি সকলের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

Post Comment