insta logo
Loading ...
×

ডেঙ্গুর জীবাণু নিয়ে পুরুলিয়া শহরে মৃত শিশু!

ডেঙ্গুর জীবাণু নিয়ে পুরুলিয়া শহরে মৃত শিশু!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শরীরে ডেঙ্গুর জীবাণু নিয়ে পুরুলিয়া শহরে মৃত্যু হলো এক শিশুর। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই শিশু মারা গিয়েছে তা মানতে নারাজ পুরুলিয়া পুর বিভাগের স্বাস্থ্য দফতর। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “খুব দুঃখজনক ঘটনা। তবে ওই শিশুর শরীরে ডেঙ্গুর জীবাণু থাকলেও ডেঙ্গুতে তার মৃত্যু হয়নি। শিশুটি একাধিক রোগে আক্রান্ত ছিল।”

ওই শিশুর নাম তিয়া ধীবর (৮)। তার বাড়ি পুরুলিয়া পুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ায়। গত ২৪ শে অক্টোবর তার রক্তের পরীক্ষা হয়। ২৬ শে অক্টোবর রিপোর্ট আসে। ২৭ শে অক্টোবর তাকে বাঁকুড়া নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনায় পুরসভা থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে ওই ওয়ার্ডে। তারা এখন ধারাবাহিকভাবে বাড়ি- বাড়ি গিয়ে জ্বরের সমীক্ষা করছেন। বাড়ি বাড়ি ঘুরে দেখছেন কোথাও কোন জল জমা হয়ে আছে কিনা। সচেতনতার প্রচারও চালাচ্ছে
পুরসভার টিম।

Post Comment