insta logo
Loading ...
×

ছৌরঙে রঙিন পুরুলিয়া

ছৌরঙে রঙিন পুরুলিয়া

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

পুরুলিয়ার শিল্পীদের শিল্পকলা প্রদর্শনের জন্য নবীন থেকে প্রবীণ সমস্ত শিল্পীদের অনুপ্রাণিত করতে শিল্প প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন হলো। নাম ছৌ-রং।
শুক্রবার দুপুর দুটো নাগাদ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরপ্রধান নবেন্দু মাহালী, চিত্রশিল্পী আশীষ নন্দী, আলোক চিত্রশিল্পী মহাদেবলাল বারাই ও অন্যান্য বিশিষ্টজনেরা।


ছৌ-রং এর সভাপতি মনোজ কুমার বলেন প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয়ে থাকে। এ বছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। চিত্রশিল্পী এবং আলোক চিত্রশিল্পীদের বিশেষ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। তিন দিন ব্যাপী যাঁরা এই প্রতিযোগিতায় বিশেষ স্থান অধিকার করবেন তাঁদের ক্যামলিন সংস্থা থেকে এবং আমাদের ছৌ-রং এর তরফ থেকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে।

Post Comment