নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: লক্ষ্য সাহেব বাঁধে দূষণ কমানো। ফলে নিবারণ সায়েরের পাশাপাশি কাঁসাই নদীতে ছটের অর্ঘ্য-প্রদানে আহ্বান পুরুলিয়া পুরসভা থেকে পুরুলিয়া জেলা প্রশাসনের। আর তাই পুরুলিয়া পুরসভার আওতাধীন না হলেও কাঁসাই নদীতে ছট পালনে একাধিক পদক্ষেপ নিয়েছে পুরসভা। মঙ্গলবার পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি ও পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) উৎপলকুমার ঘোষ সাহেব বাঁধের পাশাপাশি কাঁসাই পারে গিয়ে ছটের প্রস্তুতি দেখে আসেন। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, বুধবার কাঁসাই নদীর চর সহ নিতুড়িয়ার পারবেলিয়া ছটঘাটেও পরিদর্শনে যাবেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” দীর্ঘদিন ধরেই পুরুলিয়ার সাহেব বাঁধে ছট হয়ে আসছে। কাঁসাই নদীতেও ছট হচ্ছে। সেখানে গড়েও উঠেছে একটি ছট পুজো সমিতি। সাহেব বাঁধে যাতে দূষণ না হয় সেই কথা মাথায় রেখে আমরা পুরুলিয়া শহর এবং তার আশেপাশের মানুষজনকে বলছি আপনারা সকলে কাঁসাই নদীতে ছটের অর্ঘ্য দিতে আসুন। তাহলে দূষণের হাত থেকে প্রস্তাবিত জাতীয় সরোবর সাহেব বাঁধকে বাঁচানো যাবে। তাছাড়া হিন্দু শাস্ত্রে রয়েছে প্রবহমান জলে বিসর্জন বা পুজোপাঠ করতে হয়। তাই আমরা ছট কাঁসাই নদীতে পালনে মানুষজনকে অনুরোধ করছি। ” এতে যানজট অনেকটা কমবে মত পুর প্রধানের। সাহেব বাঁধের সঙ্গে কাঁসাই নদীর পারেও সিসিটিভি ও ড্রোন মারফত নজরদারি থাকছে। থাকবে পুরুলিয়া পুরসভা ও পুরুলিয়া জেলা পুলিশের অস্থায়ী তাঁবু। হাজির থাকবে বিপর্যয় মোকাবিলার দল। বৃহস্পতিবার ও শুক্রবার ছট। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment