নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
ছট উৎসবের জন্য পুরুলিয়ায় কোথায় কোথায় যান চলাচলে বিধি নিষেধ জারি করল পুরুলিয়া জেলা পুলিশ, জানেন কি?
ক) ঝাড়খন্ড সীমানায় থাকা এই জেলার যেসব এলাকার জলাশয়ে ছট পালন হয় সেসব জায়গায় আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুটো থেকে রাত আটটা।
খ) শুক্রবার ৮ই নভেম্বর রাত ২ টো থেকে সকাল ১০ টা পর্যন্ত ওইসব এলাকা দিয়ে ভারি যান চলাচল বন্ধ থাকবে।
গ) ওই সমস্ত এলাকায় সেই সময়গুলোয় নিষিদ্ধ করা হয়েছে টোটো ও মোটরবাইকও চলাচলও।
বুধবার পুরুলিয়া জেলার তিনটি গুরুত্বপূর্ণ ছটঘাট পরিদর্শন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া শহরের উপকণ্ঠে শিমুলিয়ায় কাঁসাই নদীর তীর, শহরের সাহেব বাঁধ ও নিতুড়িয়ার পারবেলিয়া ছট ঘাট।
প্রস্তুতি কেমন তা খতিয়ে পুলিশ সুপার। তিনি বলেন, ” জেলার যে সমস্ত ঘাটে সবচেয়ে বেশি ভিড় হয় সেই ঘাটগুলি পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু ভাবে যাতে এই উৎসব পালন হয় সে বিষয়টি জানানো হয়েছে ছট কমিটি গুলিকে। “
নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, “পারবেলিয়া ছটঘাটে প্রায় ৫০ হাজার মানুষের ভিড় হয়।” এই তিনটি ঘাটেই সবচেয়ে বেশি নজর দিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ। এই ঘাটগুলিতে ড্রোনের পাশাপাশি সিসিটিভিতে নজরদারি থাকছে। থাকছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ টিম।
Post Comment