insta logo
Loading ...
×

ছট ঘাট ঘিরে এবার কী কী ব্যবস্থা পারবেলিয়া ঘাটে?

ছট ঘাট ঘিরে এবার কী কী ব্যবস্থা পারবেলিয়া ঘাটে?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া:

ছট উৎসবকে ঘিরে পারবেলিয়া ঘাটে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রতিবছর হাজার হাজার ভক্ত সন্ধ্যায় ও ভোররাতে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে এই ঘাটে ভিড় জমান। তাই এবছর নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ।

পর্যবেক্ষণ ও প্রস্তুতি পর্যালোচনার জন্য ইতিমধ্যেই একাধিক দফায় ঘাট পরিদর্শন সম্পন্ন হয়েছে।
প্রথম দফায়, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবের নেতৃত্বে সমিতির প্রতিনিধি দল এবং শালতোড়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যৌথভাবে ঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা, পানীয় জলের ব্যবস্থা এবং ভক্তদের চলাচলের পথ উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখা হয়। শান্তিভূষণবাবু জানান, “ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এরপর দ্বিতীয় দফায় রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা — এসডিপিও, সিআই, ওসি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীরা ঘাটে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জলস্রোতের গভীরতা এবং বালুচরের অবস্থান নিয়ে পর্যালোচনা করে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দফায় এই পরিদর্শনে প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ একযোগে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি জোরদার করেছে।

Post Comment