নিজস্ব প্রতিনিধি , ঝালদা
রাজ্য সরকারের উদ্যোগে দুর্গাপুজার অনুদান প্রদান চলছে পুজো কমিটিগুলিকে। শনিবার পুরুলিয়ার ঝালদা থানার অন্তর্গত ৩৭ টি পুজো কমিটিকে অনুদানের চেক প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল,ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরভ ঘোষ,ঝালদা থানার আইসি বাপ্পা মিত্র প্রমুখ।











Post Comment