insta logo
Loading ...
×

৪০ হাজার মানুষের সুবিধায় চরগালি ক্যাম্প

৪০ হাজার মানুষের সুবিধায় চরগালি ক্যাম্প

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

চার গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪০ হাজার মানুষকে ঘরের দুয়ারে থানার পরিষেবা দিতে চালু হলো নতুন পুলিশ ক্যাম্প। শুক্রবার পুরুলিয়া মফস্বল থানার চরগালিতে স্থায়ী ভাবে এই নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই পুলিশ ক্যাম্প থেকে ঘোঙা, ছররা, গোলামারা, রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের একটি বড় অংশের মানুষজন পুলিশি পরিষেবা পাবেন। এই এলাকার যে ৪০ হাজার মানুষকে পুলিশি পরিষেবা পেতে পুরুলিয়া মফস্বল থানায় যেতে হতো। তারা এবার ঘরের পাশেই সুযোগ- সুবিধা পাবেন। শুধু পুলিশি পরিষেবা পাইয়ে দেওয়া নয়।
আন্ত:রাজ্য দুষ্কৃতী থেকে চোরা চালান দমনে এই ক্যাম্প কার্যকর হয়ে উঠবে।


পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ক্যাম্প করছি। একেবারে ঘরের দুয়ারে পুলিশি পরিষেবা দেওয়ার পাশাপাশি
সম্পূর্ণভাবে অপরাধ দমন আমাদের লক্ষ্য। সেই কথা মাথায় রেখেই এই চরগালি পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।” এই এলাকায় নাকা চেকিংও হয়ে থাকে। সেই কাজ যেমন চলে তেমন চলবে বলে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে।

গত ২ বছরে জেলার ঝাড়খন্ড সন্নিহিত এলাকা সহ
গুরুত্বপূর্ণ স্থলে পুলিশ ক্যাম্প করে সাধারণ মানুষজনের আরও বন্ধু হয়ে উঠেছে পুরুলিয়া জেলা পুলিশ। গত ২ বছরে আড়শার কান্টাডি, বাঘমুন্ডির অযোধ্যা, নিতুড়িয়ার রায়বাঁধ, পাড়ার নডিহা, রঘুনাথপুরের করগালি, সাঁতুড়ির মুরুলিয়া ও সম্প্রতি কোটশিলার বেগুনকোদরে পুলিশ ক্যাম্প করেছে পুরুলিয়া জেলা পুলিশ। এই ক্যাম্পে ২ জন অফিসার, ৬ জন কনস্টেবল ও ১০ জন সিভিক ভলান্টিয়ার থাকবে। জেনারেল ডায়েরি, এফআইআর সহ সমস্ত রকম সুবিধা মিলবে। পুরুলিয়া শহর থেকে প্রায় ৯ কিমি দূরে ঝাড়খন্ড। ফলে দুষ্কৃতীরা কোন অপরাধ করে এই পথ দিয়েই ঝাড়খন্ডে গা ঢাকা দেয়। সেই কথা মাথায় রেখেই পুরুলিয়া জেলা পুলিশের এই পদক্ষেপ। এই এলাকায় পুরুলিয়ার শেষ মফস্বল থানার চয়নপুর। এরপরেই ঝাড়খণ্ডের বোকারো জেলার চন্দনকেয়ারি থানার মহুদা। ফলে এই শিবিরের গুরুত্ব অপরিসীম। এই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহা রায়, ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ ) শাশ্বতী শ্বেতা সামন্ত ।

Post Comment