নিজস্ব প্রতিনিধি, জয়পুর : আগুনে ভস্মীভুত হয়ে গেল একটি চানাচুর কারখানা। পুড়ে ছাই হয়ে গেল প্রায় সাড়ে চার লক্ষ টাকার সামগ্রী। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার জয়পুর থানার গড়জয়পুর চকবাজার এলাকায়৷ স্থানীয় সাহু চানাচুর নামক কারখানায় লাগে আগুন। বৈদ্যুতিন সংযোগে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।
Post Comment