insta logo
Loading ...
×

টানটান উত্তেজনায় মানবাজারে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল

টানটান উত্তেজনায় মানবাজারে চ্যাম্পিয়ন লিগের ফাইনাল

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: সিজেন ওয়ান রিজিওনাল চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজিত হলো মানবাজার এক নম্বর ব্লকের তুড়াং ময়দানে। শনিবার দুই প্রতিদ্বন্দ্বী দল অভিনব ইলেভেন ও নেক্স লেভেল মুখোমুখি হয়। শনিবার নেক্স লেভেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অভিনব ইলেভেন। এই খেলায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভক্তরঞ্জন পাণ্ডে, কামতা জাঙিদিরি গ্রামপঞ্চায়েত প্রধান সোনামনি মাহাতো। এদিন মাঠে চলে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই। টানটান উত্তেজনার মধ্য দিয়ে জয়ের মুকুট মাথায় তুলে নেয় অভিনব ইলেভেন। ‌এই খেলাকে ঘিরে ক্রীড়া প্রেমীদের আবেগ, উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Post Comment