insta logo
Loading ...
×

জল সরবরাহ সচল করতে পাম্প স্টেশনে পুরুলিয়া পুরপ্রধান

জল সরবরাহ সচল করতে পাম্প স্টেশনে পুরুলিয়া পুরপ্রধান

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

ডাবর-বলরামপুর এলাকায় কাঁসাই নদীর পাড়ে পাম্পিং স্টেশন থেকে পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ হয়। দু’দিন ধরে ওই এলাকার তিনটি ওয়ার্ড ১১, ২২ ও ১৬ নম্বরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। তার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই ওয়ার্ডের মানুষজনদের। তাই শনিবার রাতে ওই পাম্প স্টেশনে সরজমিনে পরিদর্শন করেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি। পাম্প স্টেশনে জলের লাইন মেরামতের কাজ খতিয়ে দেখেন তিনি। ওই ওয়ার্ডগুলিতে সোমবার থেকে পানীয় জল সরবরাহ করা হবে।

Post Comment