দেবীলাল মাহাত, আড়শা:
জনপ্রতিনিধিদের দরবারে ধর্না দেওয়ার দিন শেষ।এবার বাড়িতে বসেই মিলবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট সহ বিভিন্ন শংসাপত্র। প্রয়োজনীয় তথ্য ও নথি দিয়ে অনলাইনে আবেদন করলেই মিলবে ইনকাম সার্টিফিকেট। আবেদন যাচাই হয়ে গেলেই অনলাইন মারফত পেয়ে যাবেন শংসাপত্র। এতে ইনকাম সার্টিফিকেট , ক্যারেক্টার সার্টিফিকেট সহ বিভিন্ন শংসাপত্র পেতে পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হবে না পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের মানুষদের। ব্লক স্তরের মতো পঞ্চায়েত স্তরেও অনলাইনে মিলবে ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট। গুগল অ্যাপে” পঞ্চায়েত সিটিজেন কর্নার’ গিয়ে নিজের নাম রেজিষ্টার করতে হবে। সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করতে হবে অ্যাপে। সেই তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে । যাচাই হয়ে গেলেই তার শংসাপত্রটি অ্যাপেই আপলোড করে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্য সহ জেলার ১৭০ টি গ্রাম পঞ্চায়েতেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত অফলাইনেই এই পরিষেবা দেওয়া হতো। বেলডি গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা রজক জানান, “বেলডি গ্রাম পঞ্চায়েতেও অনলাইনে ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন সার্টিফিকেট এর দেওয়ার কাজ শুরু হয়েছে। মানুষের কাছে তা তুলে ধরার জন্য প্রচার অভিযান করা হবে।” পঞ্চায়েত অনলাইন সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন কারীর ভোটার কার্ড ,পিতার ভোটার কার্ড ও আধার/জন্ম সাটিফিকেটের জেরক্স, পাসপোর্ট সাইজের ফটো ও ইনকাম সার্টিফিকেটের জন্য মেম্বার এর সই করা এপ্লিকেশন লাগবে। এই কাজে পুরুলিয়ায় অগ্রণী ছিলো পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েত।
Post Comment