insta logo
Loading ...
×

উৎকর্ষ শংসাপত্রে উজ্জ্বল আড়শা

উৎকর্ষ শংসাপত্রে উজ্জ্বল আড়শা

দেবীলাল মাহাত, আড়শা:

রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে ২০১৬ সালে চালু হয় ‘উৎকর্ষ বাংলা ‘ প্রকল্প । যে সকল যুবক যুবতী রাজ্যের প্রথাগত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার সুযোগ পাননি, এই প্রকল্পে তাদের জন্য বিকল্প প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লক এলাকার মতো আড়শা ব্লকেও চলছে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। বৃহস্পতিবার আড়শা ব্লকের উৎকর্ষ বাংলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আড়শা এম. এস সলিউশন সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২১জন ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন আড়ষা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ কেন্দ্রের ব্লক ইনচার্জ রাজীব চক্রবর্তী , সেন্টার ইনচার্জ মহাদেব কুমার সহ এলাকার বিশিষ্ট জনেরা।

Post Comment