নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনে চরম সমস্যায় কয়েক শত নির্মাণকারী সংস্থার মালিক।
২০২০-২১ অর্থবর্ষে এমজিএনআরজিএস প্রকল্পের নির্মাণ কাজে সামগ্রী প্রদান করার প্রায় ৭ হাজার কোটি টাকা এখনও বকেয়া পড়ে রয়েছে। সেই টাকা পাওয়ার জন্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন লাভ হয়নি। তাই রাজ্যের সমস্ত সরবরাহকারী সংস্থার মালিকেরা বৃহস্পতিবার পুরুলিয়া শহরের একটি হোটেলে বৈঠক করেন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শেখ পারভেজউদ্দিন, রাজ্য উপদেষ্টা সিদ্ধার্থ সিনহা, জেলা সভাপতি গণপতি মাহাতো, জেলা সম্পাদক সঞ্জয় সিংহ দেও প্রমুখ।
তারা জানান, “বিপুল টাকা বিনিয়োগ করে সেই টাকা না মেলায় দারুন সমস্যায় রয়েছি। মহাজন থেকে শুরু করে পাওনাদারদের চাপে রাজ্যে ৭ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।” এই পরিস্থিতিতে তারা সারা রাজ্য জুড়ে কলকাতার ধর্মতলায় সমবেত হবেন। তারা জানান, কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় তাদের টাকা আটকে
গিয়েছে। যদিও সেই টাকার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে ওই অর্থবর্ষেই। কিন্তু বকেয়া টাকা আজও পাওয়া যায়নি। ফলে রাজ্য জুড়ে একটি সংগঠন তৈরি করেন তারা। তাদের কথায়,
আগামী দিনে তারা
আদালতের দ্বারস্থ হবেন।
Post Comment