insta logo
Loading ...
×

গাড়ির ধাক্কা, ক্ষতি ঝালদার পঞ্চ শহীদ বেদী

গাড়ির ধাক্কা, ক্ষতি ঝালদার পঞ্চ শহীদ বেদী

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো ঝালদার পঞ্চ শহীদ বেদী। গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে এলাকার মানুষজনদের অনুমান। এই ঘটনায় গোকুলনগর পাঁচ শহীদ সেউরন দঁহগি সোসাইটি শুক্রবার সন্ধ্যায় ঝালদা থানায় অভিযোগ করে। তাদের দাবি, অবিলম্বে এই শহীদ বেদীটি সংস্কার করে যে গাড়িটি এই ঘটনা ঘটিয়েছে তাকে চিহ্নিত করতে হবে। না হলে তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

Post Comment