insta logo
Loading ...
×

ক্ষুদ্র শিল্পে জোয়ার আনতে শিবির

ক্ষুদ্র শিল্পে জোয়ার আনতে শিবির

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সেঞ্চুরি করে ফেলল জেলা শিল্প কেন্দ্র। মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সপ্তাহে ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে ১৩৮টি শিবির করল জেলা শিল্প কেন্দ্র। আরও কয়েকটি ব্লকে আরও শিবির হবে। যে সব ব্লক এলাকা শিবির আয়োজনে পিছিয়ে ছিল সেখানে আয়োজিত হবে শিবির। তালিকায় আছে আড়শা, বলরামপুর, নিতুড়িয়া, রঘুনাথপুর দুই ও তিনটি পুরশহর পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর।

উদ্দেশ্য প্রধানত দুটি। একদিকে ক্ষুদ্র শিল্প প্রকল্পগুলির প্রসার। অন্যদিকে এই ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়া। এই দুয়ের বাস্তবায়নে ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় সাধন করে দিতে শিবিরের আয়োজন। প্রত্যেকটি ব্লক এবং পুর শহরে ৬টি করে শিবির করে জেলা শিল্প কেন্দ্র। কয়েকটি ব্লক-শহরে সেভাবে শিবির না হওয়ায় ওই ব্লক গুলিতে ২৩ শে ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত আরও শিবির হবে।সরকারি সুবিধা সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্পের অনুমোদনে সামগ্রিকভাবে প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে।

শুক্রবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে জেলা স্তরের একটি ক্যাম্প হয়। ওই ক্যাম্পে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো,বজেলাশাসক রজত নন্দা, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের বিদ্যুৎ ও ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো প্রমুখ । এই শিবিরগুলিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড,
হস্তশিল্পীদের জন্য তালিকাভুক্তিকরণ, উদ্যম রেজিস্ট্রেশন হয়। সেই সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্ত প্রকল্প, সংখ্যালঘু, উদ্যান পালন ও কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তা প্রদানে আবেদনপত্র নেওয়া হয়। জেলা শিল্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে হস্তশিল্পী নথিভূক্তকরণে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৬০০০। ৪ হাজার ৩০০ আবেদন জমা পড়েছে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ১০ হাজার লক্ষ্যমাত্রা থাকলেও মাত্র ১ হাজার আবেদন জমা পড়েছে। উদ্যম রেজিস্ট্রেশনে ৪০০০ লক্ষ্যমাত্রাম ২৩০০ আবেদন জমা পড়েছে।

জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার কাঞ্চনকুমার পাল বলেন, “আরও কয়েকদিন শিবির হবে। ওই দিনগুলোর মধ্যে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে যাব।”
শিল্প বিষয়ক কাজের দেখভাল করা তথা পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর বলেন, ” জেলা জুড়ে এখনও পর্যন্ত মোট ১৩৮ টি শিবির হয়েছে। আরও কয়েকটি ব্লকে আরও শিবির হবে। যে সকল আবেদন জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। “

Post Comment